বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও খেলতে পারবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন রোহিত। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।
ইনজুরিতে পড়ার পর গত কয়েকদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন রোহিত। দ্বিতীয় ও শেষ টেস্ট তিনি খেলবেন বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু আঙুলের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি রোহিত।
ব্যাট ধরতে পারলেও রোহিতের ফিল্ডিং নিয়ে রয়েছে উদ্বেগ। ইনজুরি আক্রান্ত আঙুলে আবারও ব্যাথা পেলে সেটি গুরুতর হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারতের চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট। সামনে ভারতের ব্যস্ত সূচি থাকায় রোহিতকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
রোহিতের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টেও ভারতকে নেতৃত্ব দেবেন প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া ওপেনার লোকেশ রাহুল। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।