ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ঢাকা মহানগর মহিলা কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখায় ভর্তি চলছে। পুরান ঢাকার পিছিয়ে পড়া নারী গোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ১৯৯৭ খ্রিষ্টাব্দে ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ কলেজটি প্রতিষ্ঠা করেন।কলেজটিতে বর্তমানে ডিগ্রি পাস কোর্স, ১৪ টি বিষয়ে অনার্স কোর্স, চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। মনোরম ক্যাম্পাসের ক্লাসে আছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও সিসি ক্যামেরা এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সংযোজিত আছে চারটি লিফট। অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানসহ প্রতিটি বর্ষে চারটি ক্লাস টেস্টসহ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ।