আমাদের বার্তা প্রতিবেদক: ঢাকা মহানগর মহিলা কলেজ গতকাল শনিবার একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা সকালে কলেজ অডিটোরামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম সাইফুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক হালদার সুশান্ত।
অধ্যক্ষ বলেন, নিয়মিত ক্লাসে এবং পরীক্ষায় উপস্থিত থাকতে হবে অন্যথায় কলেজ পরীক্ষায় উত্তীর্ণ হবে না যার ফলে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ছাত্রীদের শৃঙ্খলার মাধ্যমে জীবন-যাপন করার ওপর গুরুত্ব আরোপ করে অধ্যক্ষ বলেন, শৃঙ্খলাই জীবন, জীবন মানেই শৃঙ্খলা।
কলেজের একাডেমিক কমিটির আহবায়ক কুলসুম আরা রুমি ছাত্রীদের কলেজের নিয়ম শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং সন্তানদের প্রতি অভিভাবকদের মনোভাব পরিবর্তন করে বন্ধুত্বমূলক সম্পর্ক তুলে গড়ে তোলার কথা বলেন। অভিভাবকেরা কলেজে অভিভাবক দিবসের আয়োজন করায় কলেজ অধ্যক্ষকে ধন্যবাদ জানান এবং তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন।
পরে অধ্যক্ষ একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় প্রথম স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো দেন এ ২ সেকশনের ক্লাস টিচার নুরবানু ম্যাডাম শিক্ষক প্রতিনিধি আসলাম মিয়া এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে ছাত্রীদের অভিভাবকরা।
পরে কলেজের প্রাক্তন সভাপতি, সাবেক সিনিয়র সচিব ও সাবেক এমপি মনজুর হোসেনের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রসুল।