দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
এসব কর্মসূচির মধ্যে ছিলো সকালে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রভাতফেরি পালন শেষে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ।
এ ছাড়াও কলেজ বটতলায় অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’। এতে বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের ৭টি হাউসের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, দলীয় অভিনয়, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, পল্লীগীতি, সমকালীন সঙ্গীত, দেয়াল পত্রিকা এবং চারু ও কারুকলা বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের নানান পরিবেশনা এবং পুরস্কার বিতরণ।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জুনিয়র শাখার ৩টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুদরত-ই-খুদা হাউস এবং রানারআপ হয়েছে জসীমউদ্দীন হাউস।
সিনিয়র শাখার ৪টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালন শাহ হাউস এবং রানারআপ হয়েছে নজরুল ইসলাম হাউস।
এছাড়া ভাষা আন্দোলনের সাথে সংগতি রেখে কবিতা, গল্প, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন, কালো ব্যাজ ধারণ এবং কলেজের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ বাদ শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।