রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো ‘জেএমআই গ্রুপ প্রেজেন্টস প্রথম ডিআরএমসি মেগা রামাদান ইভেন্ট’ শুরু হয়েছে। সোমবার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের এর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ,, এনডিসি, পিএসসি।
তের দিনব্যাপী এ ইভেন্টে কুরআন শিক্ষা কোর্স, কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ক্যালিওগ্রাফি ও টাইপোগ্রাফি, কুইজ ইত্যাদি প্রতিযোগিতায় ৫০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
নতুন প্রজন্মের কাছে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিয়ে জঙ্গীমুক্ত শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়তে এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামী ৮ এপ্রিল (শনিবার) এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।