রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত ‘জেএমআই গ্রুপ প্রেজেন্টস প্রথম ডিআরএমসি মেগা রামাদান ইভেন্ট’ শেষ হয়েছে।
গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে এ ইভেন্টের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী জনাব মো. ফরিদুল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
গত ২৭ মার্চ শুরু হওয়া তের দিনব্যাপী এ মেগা ইভেন্টে কুরআন শিক্ষা কোর্স, কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ক্যালিওগ্রাফি ও টাইপোগ্রাফি, কুইজ ইত্যাদি প্রতিযোগিতায় ৫০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নতুন প্রজন্মের কাছে শান্তির ধর্ম ইসলামের মূল্যবোধ ও ঐতিহ্য তুলে ধরে জঙ্গীমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে এ আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।