সারাদেশে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ। ইতোমধ্যে ঢাকা মহানগরীতেও ছড়াতে শুরু হয়েছে এই আন্দোলনে উত্তাপ। এই আন্দোলনের ফলে ঢাকার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ট্রাফিক জ্যাম।
রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, পুরান ঢাকা, লালবাগ, গুলিস্তান, ওয়ারিসহ বেশ কয়েকটি জায়গায় ট্র্যাফিক জ্যাম রয়েছে। এসব রুটে যারা যাবে তাদেরকে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে কোটাবিরোধী স্লোগানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট, নীলক্ষেতে ঘুরে সাইন্সল্যাবরেটরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোটা বাতিলের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।। এরফলে শাহবাগ, রমনা ও কারওয়ান বাজারের দিকে চলাচলরত যানবাহনে দেখ দিতে পারে ধীর গতি।