ঢাকায় মালয়েশিয়ান ইউনিভার্সিটির শাখাকে ইউজিসির শোকজ - দৈনিকশিক্ষা

ঢাকায় মালয়েশিয়ান ইউনিভার্সিটির শাখাকে ইউজিসির শোকজ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

হঠাৎ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার পাতায় বড় বড় বিজ্ঞাপন ছাপছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস। 

দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানে জানা গেছে,সম্প্রতি কয়েকটি পত্রিকায় শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি। বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত অফিস আদেশ বলা হয়, ‘বিদেশী বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ '-এর বিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস কর্তৃক ব্যত্যয় ঘটেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় যথোপযুক্ত জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ প্রদান করা হলো।

কমিশনের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এ স্টাডি সেন্টারে স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু একাডেমিক কাযক্রম চালুর করার অনুমতি দেওয়া হয়নি। তারা একাডেমিক শিক্ষাক্রম চালানোর জন্য কোন আবেদনও করেনি। কিন্তু বুধবার দেশের কয়েকটি পত্রিকায় শিক্ষার্থীর ভর্তির বিজ্ঞাপন দেওয়ার হয়েছে। বিষয়টি নজরে আসার পর তাদের শোকজ করা হয়েছে। জবাব দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।

জানতে চাইলে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রয়োজন না থাকলেও বিদেশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সমিতি থেকে লিখিত আপত্তি জানিয়েছিলাম। দরকার না থাকার পরও বিদেশি বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা একটি দুরভিসন্ধি। এতে উচ্চশিক্ষার সীমাহীন ক্ষতি হয়ে যাবে। সার্টিফিকেট বাণিজ্য হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ইউজিসির আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে ইউসিএসআই ইউনিভার্সিটি। এর ক্যাম্পাস ঢাকার বনানীতে অবস্থিত। গত ১ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ক্যাম্পাস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন ও বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওহিদুজ্জামান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সভাপতি।

 অনুসন্ধানে জানা গেছে, ক্যামরিয়ানসহ অবৈধ সব বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখার মালিকদের কাছ থেকে  বিজ্ঞাপনের পার্সেন্টেজ ও দলবলসহ বিদেশে ভ্রমণের খরচ নিচ্ছে শেরে বাংলা কৃষি কলেজের সাবেক ছাত্রদল নেতা নিজামুলসহ কয়েকজন। যদিও তারা অপকর্মগুলো করে আসছে সাংবাদিক পরিচয়ে।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029919147491455