ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে চীনের সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক লিউ জাংগুই সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ঢাবি উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ স্টাডিজ সেন্টারের উদ্বোধনের ব্যাপারে আলোচনা করেন।
সেন্টারে বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিতভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা এবং বক্তৃতা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সেন্টারের জন্য চীন সরকার বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা ও বই দেবে। উভয় দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে চীন সরকার দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও বেশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশের জন্য অধ্যাপক লিউ জংগুইকে আন্তরিক ধন্যবাদ জানান ।
এসময় চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ল্যাং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস অব দ্য ইন্টারন্যাশনাল আফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তুজাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।