ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও দক্ষিণ কোরিয়ার সোগ্যাং ইউনিভার্সিটির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুতে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। রোববার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সোগ্যাং ইউনিভার্সিটির অধ্যাপক ড. কিম ইয়ংওয়ান এবং অধ্যাপক ড. সন ডিকওয়ানের এক সাক্ষাৎকারে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঐক্যমত পোষণ করেছেন তাঁরা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোগ্যাং ইউনিভার্সিটির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনার পাশাপাশি, কোরিয়া ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা ল্যাব প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও তারা মতবিনিময় করেন। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।