উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক শ্রেণির নাম পরিবর্তন করে ‘আন্ডারগ্রজুয়েট প্রোগ্রাম’ করা হয়েছে। আর ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতিতে ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ট্রান্সজেন্ডার কোটা। বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান এ কোটা যুক্ত করার প্রস্তাব তোলেন। পরে উপাচার্যের সম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।