ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এ পর্যন্ত আবেদন করেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৩৮ জন ভর্তিচ্ছু। তবে পেমেন্ট জটিলতায় আটকে থাকা আরো অল্প সংখ্যক আবেদন এই সংখ্যার মধ্যে নেই। জটিলতা কাটলে সেই সংখ্যা যোগ হবে।
ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে বুধবার রাতে। গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছিলো আবেদন প্রক্রিয়া। এবার আসনপ্রতি আবেদন পড়েছে ৫৫ টিরও বেশি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আটকে থাকাদের পেমেন্ট স্লিপ দেখালে ঠিক করে দেয়া হয়। সে হিসাবে আবেদনের সংখ্যা, আরো ৫০ থেকে ১০০টি বাড়তে পারে।
বিস্তারিত আসছে……