ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিন্স অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। রবিবার মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ৩ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২ জন, সমাজবিজ্ঞান বিভাগের ২ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ জন, লোক প্রশাসন বিভাগের ৫ জন, নৃবিজ্ঞান বিভাগের ১ জন এবং পপুলেশন সায়েন্সেসস বিভাগের ২ জন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ৩ জন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৩ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের ৩ জন, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ২ জন, অপরাধবিজ্ঞান বিভাগের ৩ জন এবং যোগাযোগ বৈকল্য বিভাগের ১ জন শিক্ষার্থী ডিন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন।