ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিতব্য ওই বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
জানা গেছে, অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। বাজেটের নিয়ে আলোচনায় অংশগ্রহণ নেবেন সিনেট সদস্যরা।
এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
জানা গেছে, মোট বরাদ্দ প্রায় ৬ শতাংশ বাড়লেও গবেষণা মঞ্জুরিতে ২০২২-২৩ অর্থবছরের মতো ২০২৩-২৪ অর্থবছরেও ১৫ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১ দশমিক ৬৪ শতাংশ। যা গত অর্থবছরে ১ দশমিক ৬৩ শতাংশ বরাদ্দ ছিলো।
প্রস্তাবিত বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতনে ২৭৯ কোটি ৯০ লাখ টাকা (৩০ দশমিক ৬৩ শতাংশ), বিভিন্ন ভাতা বাবদ ২১০ কোটি ৬৪ লাখ (২৩ দশমিক ০৪ শতাংশ), পণ্য ও সেবা খাতে ২০৮ কোটি ৪ লাখ টাকা (২২ দশমিক ৭৬ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ বাজেটের ৭৬ দশমিক ৪৬ শতাংশই এ খাতগুলোতে ব্যয় হবে, যা গতবার ছিল ৭০ দশমিক ৬১ শতাংশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন বাবদ ৭২ কোটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সেন্টিনারি মনুমেন্ট নির্মাণবাবদ ৭ কোটি টাকা বাজেট দেখানো হয়েছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।