ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইউনেস্কো চেয়ার’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে এ কথা জানান সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ভারত, চীন ও জাপানের মতো এশিয়ার বেশকিছু দেশের বিশ্ববিদ্যালয়ে ‘ইউনেস্কো চেয়ার’ রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো নেই। সম্প্রতি আমরা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ারের জন্য ইউনেস্কো বরাবর গবেষণা সম্বলিত একটি আবেদন জমা দিয়েছি। ইউনেস্কো চেয়ার’ প্রতিষ্ঠিত হলে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।
এসময় অধিবেশনে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।