সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে এখান থেকে সোয়া ৩টায় মিছিল বের করে। মিছিলটি হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড়, বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে অবস্থান করার কথা রয়েছে। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে বের হতে দেননি বলে অভিযোগ উঠেছে। বরং কোটাবিরোধী এই কর্মসূচির সময়েই মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সাংগঠনিক কর্মসূচি রেখে সবাইকে জোরপূর্বক সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
মিছিল শুরুর আগে কোটা আন্দোলনের এক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, সূর্যসেন হলের গেটে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। তারা কাউকে বের হতে দিচ্ছে না।
ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী বলেন, আমাদের হলের ছাত্রলীগের ক্যান্ডিডেটরা নিচে দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা বের হতে পারেনি। তারা এই সময়ে মধুর ক্যান্টিনে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এদিকে, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পল্লব রানা পারভেজের মেসেঞ্জার গ্রুপে দেয়া একটি নির্দেশনায় লেখেন, হলে থাকার ইচ্ছে না থাকলে হল ছেড়ে চলে যাও, হলে থাকতে হলে সবার প্রোগ্রাম (ছাত্রলীগের) করতে হবে। যে যেখানেই থাকো হল গেটে আসবা দ্রুত।
এ ছাড়া বরাবরই কোটা আন্দোলনের শুরু থেকেই প্রতি হলের ছাত্রলীগ নেতারা কোটা এতে অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতেও প্রোগ্রামের অজুহাত দিয়ে কিংবা সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনে সংশ্লিষ্ট হতে বাধা দেয় ছাত্রলীগ। এদিন বিজয় একাত্তর, ফজলুল হক মুসলিম, জহুরুল হক ও এফ রহমান হলসহ প্রায় প্রতিটি হলের গেটে অবস্থান নেন ছাত্রলীগের ক্যান্ডিডেটরা। বিশেষ করে সূর্যসেন হল গেট তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হয় এবং জসিম উদ্দিন হলের চারতলায় আটক রাখা হয় শিক্ষার্থীদের।