ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক ঢাবি শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় বৃষ্টিতে টিএসসি সংলগ্ন বুদ্ধ নারিকেল গাছটি ভেঙে রিকশাতে পড়ে। এতে দুজন যাত্রীসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই রিকশা চালককে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই রিকশা চালকের নাম শফিকুল ইসলাম (৩৫)। জানা গেছে, শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামের খাবের আলীর ছেলে শফিকুল। অন্যদিকে আহতদের মধ্যে একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা ও অন্যজন সাইফুল ইসলাম।
বিষয়টি দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, ওই শিক্ষার্থী পায়ে ব্যাথা পেয়েছেন। বর্তমানে অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ওই রিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর জানানো হয়েছে।