দৈনিক শিক্ষাডটকম, ঢাবি প্রতিনিধি: হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ‘শান্তি ও উন্নয়নবিরোধী সন্ত্রাস মানবে না শিল্পীসমাজ’ শীর্ষক দশ দিনব্যাপী প্রতিবাদী গণচিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে পেশাজীবী চারুশিল্পীদের জাতীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ’। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরে এই গণচিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আয়োজকরা বলছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নবিরোধী অপশক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী রাজনৈতিক জোট ও গোষ্ঠীর সাম্প্রতিক সন্ত্রাস, নাশকতায় নারী ও শিশুসহ দেশের পুলিশ বাহিনীর সদস্য, সাধারণ খেটে খাওয়া মানুষ হত্যা, সহিংসতা ও অগ্নিসংযোগের শিকার হচ্ছে।
অগ্নিসংযোগ করা হচ্ছে- অ্যাম্বুলেন্স ও হাসপাতালে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মর্যাদা ও সুনাম। আমরা এই অপরাজনীতির অবসান চাই। দশ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের বিরুদ্ধে সহিংসতা চলছে। সাধারণ নিরীহ মানুষকে অগ্নিসন্ত্রাসের মুখোমুখি হতে হচ্ছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। ট্রেনের বগির ভেতরে আগুন লাগানো হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে এসব ঘটনা কল্পনা করতেও আমাদের কষ্ট হয় যে, কীভাবে এসব ঘটনা ঘটছে।
আরেফিন সিদ্দিক আরও বলেন, যারা রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস করে, সাধারণ মানুষ পুড়িয়ে মারে, তারা এ দেশে রাজনীতি করতে পারবে না। এ দেশে যারা রাজনীতি করবেন, তাদের স্বাধীনতার মৌল বাণী- মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের দর্শনকে ধারণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক জামাল আহমেদের সভাপতিত্বে এবং সহসভাপতি আশরাফুল আলম পপলুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী শিল্পী আনোয়ার হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ ছাড়া এই সময় দেশের বরেণ্য সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চারুশিল্পী এবং বুদ্ধিজীবীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, শিল্পী সঞ্জীব দাস অপু, অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন প্রমুখ।
ওই প্রদর্শনীটি আজ শুক্রবার চারুকলা অনুষদে স্থানান্তরিত হবে এবং বাকি দিনগুলোতে সেখানে প্রদর্শনী চলবে।