ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে গাড়ি প্রতিরোধক বেরিয়ার ও সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পলাশী মোড়ে সিকিউরিটি বক্স পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমদ খান এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের যেসব স্থানে গাড়ি প্রতিরোধক বেরিয়ার ও সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে- পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়াও এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, স্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা প্রমুখ।