ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র থেকে ‘স্যার’ পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি এক পরীক্ষার্থীর ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়।
ভুক্তভোগী ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম তোফায়েল আহাম্মেদ। তার বাড়ি কুমিল্লায়। তিনি বলেন, আমরা যারা দূর থেকে পরীক্ষা দিতে এসেছি, মোবাইল আমাদের সঙ্গেই ছিল। পরীক্ষা শুরুর বেশ আগে একজন ব্যক্তি এসে আমাদের কড়াভাষায় বকা দিয়ে ফোন জমা দিতে বলেন। আমরা প্রায় পাঁচ-ছয়জন ফোন জমা দেই। পরে পরীক্ষার শুরুতে পর্যবেক্ষক কক্ষে আসেন। তিনি আমাদের সঙ্গে ফোন থাকলে জমা দিতে বলেন। এতে আমাদের খটকা লাগে, তবে তখন পরীক্ষা থাকায় অন্য কিছু মাথায় আসেনি।
তিনি বলেন, পরীক্ষা শেষে আমরা বিষয়টি জানাই। কিন্তু কেন্দ্র পরীক্ষক বা কেউই আমাদের সেই ব্যক্তির কোনো খোঁজ দিতে পারেননি। পরে আমি শাহবাগ থানায় জিডি করেছি।
এ দিকে জিডির বিষয়টি দেখার জন্য এসআই খালেক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, একটা জিডি হয়েছে। আমার কাছে এখনও জিডির কপিটা আসেনি। আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের ডিন হাফিজ হাসান বাবু বলেন, আমি বিষয়টি সে সময় শুনিনি। তাহলে আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে ব্যবস্থা নিতাম। যে সকল শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটেছে, তারা আমার কাছে লিখিত অভিযোগ জানালে আমি প্রক্টরিয়াল টিমকে জানাব।