দৈনিকশিক্ষাডটকম, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা এবার ঢাকা বিভাগেও অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আগামী ৪ জানুয়ারি অনলাইনে আবেদন শুরু হবে। এবার আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নিয়ে ডিনস কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার আবেদন শুরু তারিখ, সময়সূচি, আবেদন ফিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিভাগেও অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু
আগামী ৪ জানুয়ারি দুপুরে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যা ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।