ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা। এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইবিএর ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৮৪৩জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। প্রতি আসনের বিপরীতে ৪১ জন ভর্তিচ্ছুর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।
এর আগে, গত ৩১ মার্চ বিকেল ৪টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৮ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক দুটো অংশ হয়ে থাকে। এছাড়া লিখিত পরীক্ষাও এমসিকিউ ও রচনামূলক- এ দুই ধাপে হয়। মোট নম্বর ১০০ এর মধ্যে এমসিকিউ ৭৫ এবং রচনামূলক ২৫ নম্বর। এমসিকিউ এর জন্য ৯০ মিনিট এবং রচনামূলক এর জন্য ৩০ মিনিট সময় পেয়েছেন ভর্তিচ্ছুরা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মাঝ থেকে থেকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়।