ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কোটায় ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই (সোমবার)।
শুক্রবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড, উপজাতি, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায়), হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় যারা আবেদন করেছে তাদেরকে আগামী সোমবার (১০ জুলাই) সকাল ৯ টায় কলা অনুষদ ডিন অফিসে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হচ্ছে।
সেই সঙ্গে যাচাই বাছাইয়ের যে কোনো পর্যায়ে যদি কোনো নম্বরপত্র, সনদপত্র, কিংবা অন্য কিছু জালিয়াতি বা অসত্য প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিক যাচাই বাছাইয়ে শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মুক্তিযোদ্ধার মূল সনদপত্র, বীর মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের প্রামাণিক কাগজপত্র, ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট বা অফিসের চেয়ারম্যান বা পরিচালক বা অফিস প্রধানের প্রত্যয়নপত্র. উপজাতি বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান বা জেলা প্রশাসকের সনদপত্র, দৃষ্টি, শ্রবণ, বাক্ ও শারীরিক প্রতিবন্ধী, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায় প্রার্থীদের যথাযথতার সনদপত্র (বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র), হরিজন ও দলিত সম্প্রদায়ের সংগঠন-প্রধানের সনদপত্র প্রয়োজন হবে।
কোটায় ভর্তিচ্ছুদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।