ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি দৈনিক শিক্ষা ডটকমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান।
সোমবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুম থেকে উদ্ধার করা হয় ওই ককটেল।
জানা যায়, নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেলসদৃশ্য দুটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসে। সকাল ১০টা ৪০ মিনিটে শাহবাগ থানা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
সহকারী প্রক্টর বলেন, পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে দুটি ককটেল উদ্ধার করে নিয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। খোঁজখবর নেয়া হচ্ছে। যে নিরাপত্তাকর্মীরা গতকাল বিকেল এবং রাতে এ ভবনে দায়িত্বে ছিলেন তাদের ডাকা হবে। তাদেরকে আরো সিনসিয়ার হওয়ার জন্য বলা হবে।
এদিকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কলা ভবনের ওয়াশরুম থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। এটি আসলে ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।