ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স স্টাডিজ ও সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টারে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স স্টাডিজের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশকে সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জনসংযোগ দপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তিন বছরের জন্য তাদের এ নিয়োগ দিয়েছেন।