ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য খালি আসনে নতুনভাবে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত মাইগ্রেশন ও মেধাক্রম অনুযায়ী ভর্তির পর আগামী ৮ ডিসেম্বর ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুনভাবে যে সব প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা (গুরুত্বপূর্ণ তথ্য) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রশিদের প্রিন্ট কপি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকায় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুম (কক্ষ নম্বর ১১২, দ্বিতীয় তলা) সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে।
এটাই সর্বশেষ মাইগ্রেশন এবং বিষয় মনোনয়ন। তাই বর্তমানে মনোনীত বিভাগ ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। নতুনভাবে বিষয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকার হবে ৩০ নভেম্বর। মেধাক্রম ৪৭৭৬ হতে ৫৬৭৩ এবং ৭৫৯, ১০১৮, ১১৪৪, ১৫০৪, ৪৬৩৭, ৪৬৩৯, ৪৭১০, ৪৭৩৮, ৪৭৫৫, ৪৭৬৯ রোল নম্বরধারীকে ডাকা হয়েছে।
ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট; অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখতে হবে); অনলাইনের মাধ্যমে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ হাজার ৪০০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ হাজার টাকা পরিশোধের রশিদের প্রিন্ট কপি (ইউনিট ও শিক্ষার্থী অংশ) সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, রশিদের প্রিন্ট কপির শিক্ষার্থীর অংশ ট্রান্সক্রিপ্ট জমার সময় ডিন অফিসের স্বাক্ষর নিয়ে নিজের কাছে সংরক্ষণ করতে হবে, যা প্রার্থীর ভর্তির সময় প্রার্থীর প্রয়োজন হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেয়ার আগে প্রার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।