দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিক্যাল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) শিক্ষার্থী অর্ভিন আদিত্য।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফার্স্ট প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি—এই তিনটি বিষয় রয়েছে। অর্ভিন আদিত্য সব বিষয়ে মেডিক্যালের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। তাঁর নাম্বারের হার ৯৪ দশমিক সাত শতাংশ। প্রায় ছয় হাজার মেডিক্যাল শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান করেছেন ডিএমসির কে ৭৯ ব্যাচের এই শিক্ষার্থী।
জানতে চাইলে অর্ভিন আদিত্য বলেন, ‘সাফল্যের অনুভূতি সবসময় সুন্দর। আসলে সব রেজাল্ট নিয়ে-ই আমি চিন্তা করি। রেজাল্টের সময় আমি বাসায় ছিলাম। রেজাল্ট যখন প্রকাশ হলো, আমি তখন মোবাইলটা মায়ের কাছে দিয়ে বললাম, মা তুমি আমার রেজাল্ট দেখে দাও, কী রেজাল্ট আসে দেখ, আমি আমার মায়ের হাত দিয়ে রেজাল্ট দেখেছি। অবশ্যই এই অনুভূতিটা আমার কাছে বিশেষ।’
অর্ভিনের বাড়ি ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং এইচএসসি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে। দুই ভাইয়ের মধ্যে ছোট তিনি। অর্ভিনের বাবা অধ্যাপক ডা. গণপতি আদিত্য ও মা শিপ্রা সরকার। তার বাবা ময়মনসিংহ মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অর্ভিনের মা একটি কলেজের লেকচারার। অর্ভিনের বড় ভাই অভিরূপ আদিত্য ঢাকা মেডিক্যাল কলেজের কে ৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
এর আগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি যুদ্ধে মেধা তালিকায় ৭৩ তম এবং এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট হয়েছিলেন অর্ভিন আদিত্য।