দৈনিক শিক্ষাডটকম, শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০১ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৮৪ শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৪.৩৫ শতাংশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান।
তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৩০১ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৮৪ শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৪.৩৫ শতাংশ। এর আগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ মার্চ, এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।