ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট পূর্বঘোষিত ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের অনুরোধের প্রেক্ষিতে ও সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।[inside-ad-2
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর অব লজ (সম্মানসূচক) ডিগ্রি দেয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে।