ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে সেরা যারা - দৈনিকশিক্ষা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে সেরা যারা

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা অনুষদের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ ইউনিটের ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে আসা আবদুল্লাহ ইবনে মাসউদ, মানবিক থেকে মো. জিলহাজ শেখ এবং বাণিজ্য থেকে মেহরাজ হোসাইন প্রথম স্থান অধিকার করেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বিজ্ঞান বিভাগ থেকে আসা আবদুল্লাহ ইবনে মাসউদ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৪ দশমিক ২৫ পেয়ে প্রথম হয়েছেন।

অন্যদিকে, একই ইউনিটের মানবিক থেকে মো. জিলহাজ শেখ গোপালগঞ্জের লাল মিয়া সিটি কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৮ দশমিক ৯১ পেয়ে মানবিকে প্রথম হয়েছেন। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র মেহরাজ হোসাইন ১০৫ দশমিক ৫৩ পেয়ে ব্যবসায় এই ইউনিটে প্রথম হয়েছেন।

চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে কৃতকার্যের হার ১১ দশমিক ৮৪ এবং মোট পাস করেছেন ৪ হাজার ৫২৬ জন। বাকি ৮৮ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সেই দিক বিবেচনায় এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে ৫৭৭ জন, মানবিকে ৬৩২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৩ হাজার ৩১৭ জন। মোট ৪ হাজার ৫২৬ জন ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছেন।

এর আগে গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে অংশ নেয় ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসন প্রতি লড়েছিল প্রায় ৩৯ জন শিক্ষার্থী।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062580108642578