ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। ফিরোজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার গভীর রাতে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ১০ তলা থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তিনি অজ্ঞাত বসত ভবন থেকে পড়েছেন না-কি আত্মহত্যা করেছেন এ বিষয়ে জানা যায় নি।
নিহতে বন্ধুরা ফিরোজের মৃত্যুর খবর দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন। তবে তারাও সন্দিহান ফিরোজের মৃত্যুর বিষয়টি নিয়ে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। আমি হাসপাতালে যাচ্ছি।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদুল হক নামে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী লিখেছেন, পরপারে ভালো থাকিস। দুই দিন আগেও মেসেঞ্জারে কথা হলো। এক সপ্তাহ আগে হল পাড়ায় আড্ডা দিলাম। অথচ আজ তুই নেই।