ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে এক শিক্ষার্থীকে মারধর ও হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১১টায় ‘গেস্ট রুম’ ডাকে কুমিল্লা ব্লকের ওই হলের ছাত্রলীগের নেতারা। এসময় মেহেদী হাসান নামে ভুক্তভোগী শিক্ষার্থী দেরিতে গেস্টরুমে দেরিতে প্রবেশ করায় তাকে মারধর করে ইমন নামের এক ছাত্রলীগ কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টিএসসিতে এক আলোচনা সভার অনুষ্ঠান পরবর্তী ‘মিনি গেস্ট রুম’ ডাকে কুমিল্লা ব্লকের ছাত্রলীগের নেতারা। এসময় মেহেদী দেরি করে গেস্ট রুমে প্রবেশ করায় ক্ষিপ্ত হন তার ইমিডিয়েট সিনিয়র ইমন। তখন মেহেদীকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একপর্যায়ে মেহেদীকে অনেকগুলো চড় থাপ্পড় মারেন ইমন। পরে গণরুমে গিয়ে মেহেদীর ব্যবহৃত বেডিংপত্র, ট্রাংক ও অন্যান্য আসবাবপত্র বাইরে ফেলে দেন এবং মেহেদীকে হল থেকে বের করে দেন।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। তবে, তিনি বর্তমানে মামার বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, অভিযুক্ত ইমন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের ছাত্রলীগের কুমিল্লা ব্লকের পদপ্রত্যাশী আনোয়ারুল কবির দীপুর অনুসারী। দীপু ছাত্রলীগের ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
অভিযুক্ত শিক্ষার্থী ইমন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রাতে গেস্ট রুম ছিলো কিন্তু সেটা বাতিল হওয়ায় আমি সে রাতে রুমেই ছিলাম।inside-ad]
এদিকে হলটির কুমিল্লা ব্লকের পদ প্রত্যাশী আনোয়ারুল কবির দিপু দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনা সম্পর্কে আমি জানি না। আমার কোরাম হওয়ার পর থেকে তেমন কোনো প্রোগ্রাম বা গেস্ট রুম করানো হয় না। তবে আমি মনে করি ঘটনাটি অতিরঞ্জিত এবং বানোয়াট। তবুও যদি ঘটনা এমন কিছু হয়ে থাকে, যদি দুজনের মনোমালিন্যের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি এর সুষ্ঠু সমাধান করে দেবো।
ছাত্রলীগের ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমন কোন ঘটনা শুনিনি, তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিজয় একাত্তর হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আবদুল বাসির দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমি কয়েকজন সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেই নি। তবে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।