সরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলির তদবিরসহ মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অনাকাঙ্খিত যাতায়াতে সতর্কতা জারি করে অনলাইনে আবেদনের তারিখ জানিয়েছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে এমন কার্যকলাপে শিক্ষা কার্যক্রম বিঘ্নসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে বদলি আবেদন করতে হবে।
গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তর জানিয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী বদলি সংক্রান্ত বিষয়ে তদবিরসহ মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের জন্য অনাকাঙ্ক্ষিতভাবে অধিদপ্তরে যাতায়াত করেন। যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর পরিপন্থি। যার ফলশ্রুতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিঘ্নসহ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে, অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীকে আগামীকাল বৃহস্পতিবার থেকে নিজ-নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো। অনলাইনে আবেদনের জন্য সংযুক্ত পৃষ্ঠায় বর্ণিত ব্যবহার নির্দেশিকার ধাপগুলো অনুসরণ করতে হবে। বিষয়টি অতিব জরুরি বলে জানিয়েছে অধিদপ্তর।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।