রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তাঁতিবাজারের আগুন এমন সময়ে লাগলো যখন মাত্র ৫০ মিনিট আগে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের সিরামিক গোডাউনের আগুন।
ওই আগুনের ঘটনায়- ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় প্রায় একঘণ্টায় তা নিয়ন্ত্রণে আসে।