তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : মির্জা ফখরুল - দৈনিকশিক্ষা

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : মির্জা ফখরুল

গাজীপুর প্রতিনিধি |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ৮ হাজার মাইল দূরে থেকে ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা আমাদের সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে সুগঠিত করছেন। তার নির্দেশিত পথে, তার স্লোগান দিতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হবে।

রোববার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গাজীপুররের টেকনগপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মনজুরুল করিম রনি।

বিএনপির মহাসচিব আরো বলেন, আজকে একটা নতুন স্লোগান এসেছে। সেই স্লোগান দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। স্লোগানটা হলো, ‘ফায়সালা হবে কোথায়? রাজপথে’, ‘টেক ব্যাক বাংলাদেশ’। যে বাংলাদেশ নিয়ে আমরা ৭১-এ স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। সেই বাংলাদেশে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানে ন্যায় বিচার থাকবে, অন্যায় থাকবে না এবং সাম্য প্রতিষ্ঠাত হবে। গরীব আর গরীব থাকবে না এবং কিছু মানুষ একবারেই বড়লোক হয়ে যাবে না। আমরা সেই বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি? আজকে তারা সমতস্ত কিছু তছনছ করে দিয়ে আমাদের সেই বাংলাদেশ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই স্বপ্ন নিয়ে এ বাংলাদেশ স্বাধীন করেছি। সেই স্বপ্নের বাংলাদেশকে আমরা ফেরত চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেখানে টেক ব্যাক করতে বলেছেন। 

তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যারা জেলে যায়, আত্মত্যাগ করে তাদের মুখে আজকে স্লোগান হওয়া উচিত ছিলো টেক ব্যাক বাংলাদেশ। মুক্তি চাই মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই। আমি খুশি হতাম যদি তোমরা বলতে টেক ব্যাক বাংলাদেশ। কিন্তু তোমরা তা দাওনি।

তিনি বলেন, স্লোগান হচ্ছে রাজনৈতিক দলের খুব বড় একটি ওষুধ, মেডিসিন। এ মেডিসিন দিয়ে সারা দেশের মানুষকে জাগ্রত করা যায়। আপনারা নেতারা জানেন কয়েকটা বিশেষ স্লোগানের মধ্য দিয়ে এ জাতি স্বাধীন হয়েছে। এই জাতিতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আমরা বার বার এ স্লোগানের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। আমাদের সামনে অত্যন্ত জটিল সংকটময় একটি সময় এসেছে।  

সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার। 

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর মহানগর বিএনপির সম্মেলনে যোগ দেন। এরআগে সম্মেলনটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

অনুষ্ঠানের শেষ দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে অনুষ্ঠানের সঞ্চালক মো. শওকত হোসেন সরকারকে সভাপতি এবং সম্মেলনের সভাপতি এম মনজুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে তাদেরকে ১৫১ সদস্যের মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0058419704437256