তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ - দৈনিকশিক্ষা

তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ

দৈনিক শিক্ষাডটকম, রৌমারী (কুড়িগ্রাম) |

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। 

মজিবুর রহমান বঙ্গবাসী আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি ও বহিষ্কৃত নেতা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তবে প্রতিষ্ঠাতা দাবি করেন, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান বঙ্গবাসী বলেন, রফিকুল ইসলাম তিনি কলেজের কেউ নন। আগে অধ্যক্ষ ছিলেন পরে ওই পদ থেকে পদত্যাগ করেছেন। তার কাছে কলেজের অধ্যক্ষের রুমের চাবি থাকায় বাধ্য হয়ে তালা কেটে প্রবেশ করা হয়েছে। অভিযোগকারী অধ্যক্ষ পরিচয় দিয়ে ঠিক করেননি।

জানা গেছে, মজিবুর রহমান বঙ্গবাসীসহ কলেজের পাঁচজন শিক্ষকের পরামর্শে গত ৭ ডিসেম্বর দুপুরে কর্তিমারী বাজারের ওয়ার্কশপের লোক ডেকে তালা কেটে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। ওই দিন কলেজ বন্ধ থাকলেও সভা রয়েছে বলে শিক্ষকদের ডেকে আনা হয়। এ সময় কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মমতাজ হোসেন লিপিসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া অধ্যক্ষ রফিকুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং কলেজের অধ্যক্ষের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইল হারানোর আশঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দাবি করে কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষের কক্ষের তালা আমি ভাঙিনি। তবে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মমতাজ হোসেন লিপি ও প্রতিষ্ঠাতা মজিবুর রহমান বঙ্গবাসী মিলে তালা ভেঙেছেন। তালা ভাঙার বিষয় মুঠোফোনে জানতে চাইলে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. মমতাজ হোসেন লিপি বলেন, কলেজের প্রতিষ্ঠাতাসহ শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে তালা কেটে অধ্যক্ষের রুমে প্রবেশ করা হয়েছে। তবে রফিকুল কলেজের বর্তমানে অধ্যক্ষ নন। তিনি অধ্যক্ষ পদ হতে পদত্যাগ করেছেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এনটিআরসিএর ওয়েবসাইট জাল, ভুয়া সুপারিশপত্রে অসংখ্য এমপিও - dainik shiksha এনটিআরসিএর ওয়েবসাইট জাল, ভুয়া সুপারিশপত্রে অসংখ্য এমপিও নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল - dainik shiksha নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন, অধিদপ্তরের নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন, অধিদপ্তরের নতুন নির্দেশনা ইডেন কলেজের পুকুরে কী হলো ৫২ লাখ টাকায় - dainik shiksha ইডেন কলেজের পুকুরে কী হলো ৫২ লাখ টাকায় সময় বাড়লো এসএসসির ফরম পূরণের - dainik shiksha সময় বাড়লো এসএসসির ফরম পূরণের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা - dainik shiksha বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা আবু সাঈদের বাবা অ*সুস্থ, ঢাকায় আনা হয়েছে - dainik shiksha আবু সাঈদের বাবা অ*সুস্থ, ঢাকায় আনা হয়েছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041790008544922