তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। এর একটি আশু সমাধান হবে। আমার মনে হয় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়া দরকার। তাদের সঙ্গে অবশ্যই কথা বলবে সরকার। সাত কলেজের সবার সঙ্গে এক ধরনের আলোচনা হচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
সাংবাদিকদের নিষ্পেষণের বিষয়টি তুলে ধরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের প্রধান যিনি তাকে কমিশনের সদস্য অন্তর্ভুক্তির জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে। আরেক প্রশ্নে তিনি বলেন, কমিশনই উপযুক্ত জায়গা, আপনি কমিশনেই এই প্রশ্ন করতে পারেন।
আরো পড়ুন: অতি শীঘ্র উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করবে : প্রসঙ্গ সাত কলেজ আন্দোলন
কমিশনের সদস্যদের বিষয়ে প্রেস সচিব আরো বলেন, আমরা মনে করি যাদেরকে নেয়া হয়েছে, ব্যাপক অভিজ্ঞতা (ব্রড বেজড) একটা প্যানেলকে দেয়া হয়েছে। এটা আমাদের বিশ্বাস। গণমাধ্যম সংস্কার কমিশনে যাদেরকে নেয়া হয়েছে তাদের ভালো অতীত (সলিড ব্যাকগ্রাউন্ড) আছে।
আরো পড়ুন: মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তা*ক্ত শিশুসহ অনেকে
এই কমিশন কাঠামোগত একটি সংস্কারের জন্য ভালো একটি প্রতিবেদন তৈরি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব।
আরো পড়ুন: শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে আটকে আছে দুটি ট্রেন
প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গতকাল ভাষণে যা বলেছেন ওটাই বক্তব্য। ওটি ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট আর কোনো বক্তব্য নেই।