তিতুমীর কলেজের ওয়েবসাইটে ভাষানটেক কলেজের নোটিশ - দৈনিকশিক্ষা

তিতুমীর কলেজের ওয়েবসাইটে ভাষানটেক কলেজের নোটিশ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

আগামী ৩১ জুলাই ভর্তির শেষ দিন, টাকা জমা দিতে তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায় পড়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিরাজুল। সিরাজুলের মতো লিজন, সুজন, রিয়ানরাও পড়েছেন একই বিড়ম্বনায়। ভর্তির টাকা জমা দিতে গিয়ে ওয়েবসাইটে তথ্য সাবমিট করতে পারছেন না তারা। তবে কেউ কেউ বেশ ঝক্কিঝামেলার মুখোমুখি হয়ে টাকা জমা দিতে পেরেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ কলেজের ওয়েবসাইটে প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যায় না। অনেক বছর আগে কিছু তথ্য আপলোড করা হলেও সময়ের ব্যবধানে সেগুলো আপডেট করা হয়নি।

মাহফুজুল নামের এক শিক্ষার্থী বলেনন, ‘অকাজের একটি জিনিস, দীর্ঘদিন ধরে কোনো আপডেট নাই, তথ্যের কোনো শৃঙ্খলা নাই’। শেখ আল মামুন নামের আরেকজন বলেন, ‘অরক্ষিত, মাঝে মধ্যেই অকার্যকর, এলোমেলো।

ভর্তির টাকা জমা দিতে বার বার ব্যর্থ হয়ে এক শিক্ষার্থী জানান, ‘কলেজের সার্ভার খুব বাজে, সেশন ফি জমা দেওয়ার পর থেকেই ট্রাই করছি কিন্তু সার্ভারের সমস্যার জন্য দিতে পারিনি।’

তিতুমীর কলেজের ওয়েবসাইট (www.titumircollege.gov.bd) ঘেঁটে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা গেছে, ওয়েবসাইটে 'important order' বক্সে সর্বশেষ ২০১৯ খ্রিষ্টাব্ যৌন হয়রানি অভিযোগ সেল গঠনের নোটিশ দেওয়া আছে। এরপর আর কোনো নোটিশ বা আদেশ সেখানে স্থান পায়নি।

খোঁজ নিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের বেশিরভাগই কলেজের যৌন হয়রানি অভিযোগ সেল'র কথা জানেন না। ২২টি বিভাগের মধ্যে ৫টি বিভাগের তথ্য ঘেঁটে দেখা যায় বেশিরভাগ তথ্যই সেখানে হালনাগাদ করা হয়নি। বাংলা বিভাগের নোটিশ বোর্ডে ঝুলছে ভাষানটেক সরকারি কলেজ'র একটি নোটিশ!

ক্লাস রুটিন, রেজাল্ট, সিলেবাস, স্টাফদের বর্ণনা কিছুই হালনাগাদ করা হয়নি। শিক্ষকদের তথ্য সেলে কেবল একজন শিক্ষকের তথ্য হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও ইংরেজি, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে কিছু বিভাগে শিক্ষদের তথ্য বেশ আগে হালনাগাদ করা হলেও নোটিশ, রেজাল্ট, স্টাফদের তথ্য, সিলেবাস ইত্যাদি তথ্যের অনুপস্থিতি দেখা গেছে। ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত ২০১৭-১৮ সেশনের একটি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের বর্তমান ওয়েবসাইটি আগামী সপ্তাহ থেকে থাকবে না। আগামী মঙ্গল কিংবা বুধবারে কলেজের নতুন ওয়েবসাইট পাবলিশ করার কাজ চলছে।

এ বিষয়ে কথা বলতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘শিক্ষকদের তথ্য হালনাগাদ করার জন্য আমরা নোটিশ দিয়েছি। তবে ডিপার্টমেন্ট ভিত্তিক নোটিশগুলো আমরা এখন ইমেইলে ডিপার্টমেন্টগুলোকে দেই।’
শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথাগুলো কিছুটা সঠিক আছে। হয়তোবা কিছু বিভাগের তথ্য আপডেট করা থাকে না, কিছু বিভাগে আপডেট থাকে। এ বিষয়ে অধ্যক্ষ ম্যামের সঙ্গে পরামর্শ করে একটা সমাধানের চেষ্টা করব।’

শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0031580924987793