তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট - দৈনিকশিক্ষা

তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক না থাকায় তাদের যেন দুর্ভোগের শেষ নেই। এমন পরিস্থিতিতে কলেজের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা পড়ালেখা নিয়ে উদ্বেগে দিন পার করছেন। 

সরজমিনে জানা গেছে, মার্কেটিং বিভাগে আট শিক্ষকের স্থলে আছেন মাত্র চারজন। বাকি চার শিক্ষকের পদই শূন্য। অনার্স ও মাস্টার্স মিলিয়ে পাঁচটি বর্ষের প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছে। অথচ গণিতের জন্য কোন শিক্ষকই নেই বিভাগটিতে।

কলেজটির মাকের্টিং বিভাগ ছাড়াও আরো কিছু বিভাগ ভুগছে শিক্ষক সংকটে। বিভাগগুলোর মধ্যে মনোবিজ্ঞান দু’জন ও পরিসংখ্যান বিভাগে আছেন মাত্র তিনজন শিক্ষক। শিক্ষার্থীদের দাবি, কলেজটিতে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পোস্টিং দেওয়া হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর ভাষ্য, শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয় না। এতে তারা পিছিয়ে পড়ছেন। পরীক্ষাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে তারা উদ্বেগে আছেন। 

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের বিভাগের শিক্ষক সংকট রয়েছে। অন্তত আমাদের দু’জন লেকচারার দরকার। কম শিক্ষক থাকায় শিক্ষার্থীদের ক্লাসের কোয়ালিটি ধরে রাখা সম্ভব হচ্ছে না।

কলেজটির অধ্যক্ষ ফেরদৗেস আরা বেগম বলেন, মার্কেটিং বিভাগে একজন শিক্ষক চলে যাওয়ায়, ঠিকমতো ক্লাস হচ্ছে না। এ বিষয়ে বিভাগীয় প্রধান আমাকে কিছু জানায়নি। এটা উনার দায়িত্ব আমাকে অবগত করা। এমনটা হয়ে থাকলে, তিনি আমাকে জানাবেন। তারপর, আমি সেটা মন্ত্রণালয়ে পাঠাবো।

তিনি আরও বলেন, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রণালয়ে এই বিষয়ে পোস্ট ক্রিয়েশনের কাজ চলছে। আমাদের কলেজ থেকেই প্রথমে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, এটা থেকেই বাকি কলেজগুলো ফলো করছে। এখানে মডেল হলো, আমাদের তিতুমীর কলেজ। এটি দ্রুত হবে বলে আশা করছি।

এ বিষয়ে মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এমন কিছু হয়ে থাকলে বিষয়টির নিয়ম হলো, কলেজ অধ্যক্ষ সচিব বরাবর মন্ত্রণালয়ে আবেদন করবেন। তারপর নিয়মানুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে। সে অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে।

শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0051200389862061