দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের দেয়া প্রশিক্ষণের ব্যয়ের হিসেব বা ব্যয় বিবরণী আগামী তিন কর্মদিবসে মধ্যে পাঠাতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষক প্রশিক্ষণের ব্যয় বিবরণী না পাঠানো ৩৩ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে। ওই কর্মকর্তাদের তিন কর্মদিবসের মধ্যে ব্যয় বিবরণী ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমে পাঠাতে বলছে অধিদপ্তর।
বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। রাতে আদেশটি প্রকাশ করা হয়।
এর আগে গতকাল বুধবার শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে ও বৃহস্পতিবার শিক্ষা বিষয়ক জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় এ বিষয়টি নিয়ে ‘শিক্ষক প্রশিক্ষণের খরচের হিসাব দিচ্ছেন না শিক্ষা কর্মকর্তারা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো।
জানা গেছে, ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ ৪৭৪টি উপজেলায় এক যোগে গত ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। প্রশিক্ষণ শেষে ছয় কার্যদিবসের মধ্যে ব্যয় বিবরণীর কপি স্কিমে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছিলো শিক্ষা কর্মকর্তাদের। কিন্তু তা পাওয়া যায়নি। পরে গত ২১ জানুয়ারি জুম প্লাটফর্মে সভা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছিলো জেলা শিক্ষা কর্মকর্তারা মাধ্যমে ব্যয় বিবরণী স্কিমে পাঠাতে। তবে সবাই পাঠাননি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ব্যয় বিবরণী পাঠাননি।
অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, যেসব আয়নব্যয়ন কর্মকর্তা (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) প্রশিক্ষণের ব্যয় বিবরণী পাঠাননি তাদের আগামী তিন কর্ম দিবসের মধ্যে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক বরাবর তা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।