দেশের তিনটি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। এ কলেজগুলোতে নতুন উপাধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের হাজী আব্দুল বাতেন সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার।
খাগড়াছড়ি সরকারি কলেজের উপধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সরাফত হোসেন।
আর ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের উপধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।
জানা গেছে, নতুন পদায়ন পাওয়া উপাধ্যক্ষদের ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।