দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : তীব্র শীতে চুয়াডাঙ্গা জেলার হাইস্কুল ও মাদরাসাগুলো বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। বুধবার রাতে জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
আবাহওয়া অধিদপ্তরের বুধবারের হিসেবে চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া বৃহস্পতিবার জেলা সব হাইস্কুল ও মাদরাসা বন্ধ রাখতে বলা হয়েছে। রোববার থেকে দুই শিফটের স্কুলগুলোকে দেরিতে ক্লাস শুরু করতে বলা হয়েছে।
তবে চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা আছে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে স্কুল বন্ধের জন্য। তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে।