ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি তুলার গোডাউনসহ ৫টি বসত ঘর। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভোলা ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভোলা সূত্র জানায়, স্থানীয় আলী হোসেন নামের এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত। রাত ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। রাত আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এত গোডাউনের পাশে ৫টি বসত ঘরে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আগুন ধরে পুড়ে ঘরের মালামাল পুড়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় গোডাউন ও ৫ টিবসত ঘর। আগুন নেভাতে জেলা পুলিশ, রেড ক্রিসেন্ট টিমসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে গিয়ে এসে প্রচন্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছ সেই তালিকা তৈরি করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির একজনের মৃত্যুর খবর দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগুনে ৪ থেকে ৫টি ঘর একদম পুড়ে গেছে। একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস আগুনের ক্ষয়ক্ষতি নিরুপণ করছেন। এখন আগুন নিয়ন্ত্রণে। আগুনের ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।