রাজধানীর তেজাগঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার মনোনয়ন পত্র বাছাই হবে। আর ৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র গত ২ মার্চ থেকে বিতরণ শুরু হয়। আজ সোমবার পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ শেষ হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও তেজগাও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি মো. সফিউল্লাহ সফি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে মনোনয়নপত্র জমা নেন অধ্যক্ষ আবদুল মান্নান।
জানা গেছে, আগামী ২৫ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সব ক্যাটাগরির নির্বাচন আনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভোটগ্রহণের আয়োজন করা হবে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পীরজাদী ফারজানা হোসেন। গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।