দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: তেজগাঁও কলেজ ফাইন্যান্স ক্লাব ও ইষ্টার্ন ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল বুধবার তেজগাঁও কলেজ প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে Workshop on job interview skills. অনুষ্ঠিত হয়েছে। সেখানে শেখানো হয়েছে কিভাবে একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ বোর্ড ফেস করবেন? তাকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? কিভাবে সিভি প্রস্তুত করবেন? ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আঞ্জুমান আরা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. রেহানা শারমিন এবং সঞ্চালনায় ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অধ্যক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গড়ার লক্ষে আই সিটি ট্রেনিং ও ইংরেজি ল্যাংগুয়েজ শিক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন। তিনি তাঁর কলেজের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথেই চাকরি পাওয়ার জন্য যেসব সফট স্কিল দরকার তার উপর বিশেষ গুরুত্ব দিতে বলেন। একই সাথে তেজগাঁও কলেজে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য কমিউনিটি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং আই সিটি ট্রেনিংয়ের বিষয়েও আলোকপাত করেন।