রাজধানীর তেজগাঁও কলেজে ৪র্থ আন্তবিভাগ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার অধ্যক্ষ আব্দুর রশীদ অডিটোরিয়াম এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক প্রফেসর ড. খন্দকার বজলুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য (জামালপুর-৪) প্রফেসর মো. আবদুর রশীদ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।
প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা। সমন্বয়ক ছিলেন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর সিক্তা দাশ। এ সময় কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।