দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ‘নবযুগের বার্তা শোনাও যুক্তির মন্ত্রে’ এই স্লোগানকে ধারণ করে রাজধানীর তেজগাঁও কলেজে ৪র্থ আন্তবিভাগ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কলেজের আব্দুর রশিদ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য প্রফেসর মো. আব্দুর রশীদ৷
তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধক ছিলেন ইমিরেটাস অধ্যাপক প্রফেসর ড.খন্দকার বজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।
প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাটির উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা। সমন্বয়ক ছিলেন তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর প্রফেসর শিক্তা দাস।
যুক্তি নিয়ে মেধা শাণিত করার এই আয়োজনে তেজগাঁও কলেজের বিভাগ গুলো থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করে।
৩ মার্চ উদ্বোধন শেষে আয়োজনের ট্যাব রাউন্ডের ৩ পর্বের বিতর্ক হবে। সেখান থেকে সেরা ৮ দল কোয়ালিফাই করে কোয়ার্টার যথাক্রমে ৪ দল সেমিফাইনাল পর্বে লড়বে৷
সেমিফাইনাল শেষে দুই দল নিয়ে আগামী ১১ মার্চ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।