আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় সরকারি বিধি মোতাবেক কয়েকটি পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হবে।
যা যা প্রয়োজন
পদের নাম
১. সহকারী মৌলভী- ২ জন। কামেল হাদিস ১ম/২য়।
২. জুনিয়র মাওলানা- ১ জন। ফাজিল- ১ম/২য়।
৩. দপ্তরী- ১ জন। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীগণকে আগামী ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্ট্রাব্দের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ: সভাপতি, তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।
মোবাইল: 01819824638, 01558946647