দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে একটি নতুন পূর্বপরিকল্পিত হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছে।
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ৩১ হাজার ৩৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ হাজারের বেশি।
এদিকে মার্কিন সিনেটর চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্তি প্রতিষ্ঠার বাধা বলে অভিহিত করেছেন।
পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছেন না গাজাবাসী।
গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত এক হাজার ২০০ মসজিদের মধ্যে অন্তত এক হাজার মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।