দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : ঝালকাঠিতে থানা হেফাজতে বসে এক নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর থানায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ওই নারীকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যায় সে।
ঝালকাঠি সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, জেলা সদরের এক গ্রামের বিবাহিত ওই নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে গত সোমবার পালিয়ে যান। মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার পরকিয়া প্রেমিকসহ তাদের আটক করে থানায় আনে পুলিশ। মেয়েটিকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে রাখা হয়। আর হাজতখানায় রাখা হয় পরিকিয়া প্রেমিককে। এ সময় নিজের সঙ্গে থাকা একটি বোতল থেকে বিষ জাতীয় কিছু পান করে ওই নারী। বিষয়টি দেখতে পেয়ে আমরা সাথে সাথে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসা করাই।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার টিএম মেহেদী হাসান সানি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই নারী শঙ্কামুক্ত। তবু তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মেয়েটি এখন তার পরিবারের জিম্মায় চিকিৎসাধীন।
প্রসঙ্গত, বাবা-মা ছাড়াও ওই নারীর এক বছর বয়সী একটি সন্তান ও স্বামী রয়েছে।